Ridge Bangla

কক্সবাজারে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক রফিকুল ইসলাম (৫৫) এর কাছ থেকে মোট ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে কক্সবাজার পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ এলাকায় অভিযান চালায় ডিবির একটি বিশেষ দল। এ সময় রফিকুলের কাছ থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে পৌরসভার উত্তর বাহারছড়া এলাকার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে আরও ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দূর্গারামপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার পৌরসভার উত্তর বাহারছড়া এলাকায় বসবাস করে আসছিলেন।

অভিযান সম্পর্কে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ সফলতা এসেছে। বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, আটক রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইয়াবা ব্যবসার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার করা হবে। মাদকবিরোধী এ অভিযানে ডিবি পুলিশের কর্মকর্তারা মনে করছেন, এই গ্রেপ্তারের মাধ্যমে কক্সবাজার অঞ্চলে ইয়াবা পাচারচক্রের একটি বড় ধাক্কা লেগেছে। তবে এর পেছনে সক্রিয় চক্রগুলোকে শনাক্ত ও আইনের আওতায় আনতে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন