Ridge Bangla

ঢাকায় অভিজাত হোটেল থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশানের একটি অভিজাত আবাসিক হোটেল থেকে জ্যাকসন (৫০) নামে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

ওসি জানান, জ্যাকসন গত ২৭ আগস্ট হোটেলটির একটি কক্ষ ভাড়া নেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি রুমটি ভাড়া নিয়েছিলেন। তবে দুই দিন ধরে তিনি কোনো খাবার অর্ডার না করায় হোটেল কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করে। এ বিষয়ে তারা দূতাবাস ও পুলিশকে অবহিত করে। পরে দূতাবাসের মেডিকেল টিম ও পুলিশের একটি দল হোটেলে গিয়ে কক্ষটি খোলে। সেখানে জ্যাকসনকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়।

প্রাথমিক পর্যবেক্ষণে তার মৃত্যু স্বাভাবিক মনে হওয়ায় দূতাবাস কর্তৃপক্ষ পুলিশের কাছে লিখিত আবেদন করে মরদেহ গ্রহণ করে। পুলিশ সূত্রে জানা গেছে, জ্যাকসন ব্যবসায়িক কাজে বাংলাদেশে অবস্থান করছিলেন। এ ঘটনায় হোটেল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।

ওসি হাফিজুর রহমান বলেন, দূতাবাসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মরদেহটি বর্তমানে দূতাবাসের তত্ত্বাবধানে রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন