Ridge Bangla

রোদে বাড়ির উঠানে গাঁজা শুকাতে দিয়ে বৃদ্ধ আটক

রংপুরের পীরগাছায় মাদকবিরোধী অভিযান চলাকালে ৩০টি গাঁজার গাছ ও প্রায় ১১ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় হারুন মিয়া (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের বটতলা বাজার এলাকায় হারুন মিয়ার বাড়িতে এই অভিযান চালানো হয়।

সেখানে তার বাড়ির উঠান থেকে রোদে শুকাতে দেওয়া অবস্থায় দেড় কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী খামার বড়ভিটা গ্রামের শাহ আলীর জমিতে অভিযান চালিয়ে কলাগাছের আড়ালে লুকানো ৩০টি গাঁজার গাছ জব্দ করা হয়।

পুলিশের হিসাব অনুযায়ী উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় এক লাখ ২০ হাজার টাকা। আটক হারুন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তবে অপর অভিযুক্ত শাহ আলী এখনও পলাতক।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোমেল বড়ুয়া এ বিষয়ে জানান, পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। শীঘ্রই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন