Ridge Bangla

রজনীকান্তের জীবনকাহিনী নিয়ে আসছে বায়োপিক

ভারতের সুপারস্টার অভিনেতা ও রাজনীতিক রজনীকান্ত জানালেন, তিনি নিজের জীবনকাহিনী নিয়ে লিখছেন আত্মজীবনী। বইটি শেষ হলে সেটির চলচ্চিত্র রূপে প্রকাশ করার পরিকল্পনাও রয়েছে। সাধারণ বাসচালকের সহকারী থেকে শুরু করে ভারতীয় চলচ্চিত্রের সর্বকালের অন্যতম বড় তারকা হয়ে ওঠার তার অনবদ্য যাত্রা—এমন কাহিনী নিঃসন্দেহে বায়োপিকের জন্য যথেষ্ট আকর্ষণীয়।

রজনীকান্ত জানিয়েছেন, প্রথম ধাপ হলো বইয়ের কাজ সম্পন্ন করা। আত্মজীবনী শেষ হওয়ার পরই শুরু হবে চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া। তবে কে এই চলচ্চিত্র পরিচালনা করবেন এবং পর্দায় রজনীকান্তের চরিত্রে অভিনয় করবেন, তা এখনও নির্ধারিত হয়নি। ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে চলছে নানা জল্পনা। অনেকেই মনে করছেন, অভিনেতা ধনুশ হয়তো তার চরিত্রে অভিনয় করতে পারেন। আবার কেউ কেউ অনুমান করছেন, ধনুশই হয়তো চলচ্চিত্রের পরিচালনায় যুক্ত হবেন।

এদিকে ভারতের বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠানও এই প্রকল্পে আগ্রহ দেখাচ্ছে। সান পিকচার্স ও এভিএম স্টুডিওর মতো শীর্ষস্থানীয় প্রযোজকরা ইতিমধ্যেই এ নিয়ে আলোচনায় রয়েছে বলে জানা গেছে। যদিও ছবির আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, তবে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ভারতীয় সিনেমার ইতিহাসে রজনীকান্তের মতো ক্যারিশমাটিক ব্যক্তিত্বের জীবনী বড় পর্দায় ফুটে উঠবে—এই প্রত্যাশাই ভক্তদের আলোচনায় এখন প্রধান বিষয়। আত্মজীবনী প্রকাশিত হওয়ার পরই চূড়ান্ত রূপ নেবে বায়োপিকের কাজ। তবে এখন থেকেই নিশ্চিতভাবে বলা যায়, এটি হবে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রতীক্ষিত প্রকল্প।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন