দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন এই মুহূর্তে ভারতীয় সিনেমার অন্যতম সফল অভিনেতা। তবে সম্প্রতি তার জীবনেও এসেছে এক কঠিন দুঃসংবাদ। পুষ্পা টু সিনেমার মুক্তির পর নানা উত্থান-পতনের মধ্য দিয়ে কর্মজীবন চালালেও ব্যক্তিগত জীবনে এল এক গভীর শোক।
দুঃসংবাদটি হলো, আল্লু অর্জুনের খুব কাছের মানুষ, তার ঠাকুমা অল্লু কনকারত্নম প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। এই খবর শোনার পর অভিনেতা শোকস্তব্ধ হয়ে পড়েছেন।
এই মুহূর্তে মুম্বাইয়ে পরিচালক অ্যাটলির সঙ্গে শুটিং করছিলেন আল্লু অর্জুন। কিন্তু পরিবারের এই কঠিন সময়ে তিনি হায়দরাবাদ ফিরে গিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন। মুম্বাই বিমানবন্দরে অভিনেতাকে দেখা গেছে থমথমে, শোকের আবেশে মর্মাহত অবস্থায়।
শোকের মুহূর্তে আল্লু অর্জুনের পাশে রয়েছেন তার ভাই, অভিনেতা ও প্রযোজক রাম চরণ। খবর পাওয়ার পর তিনিও হায়দরাবাদে রওনা হয়েছেন। পরিবারের ঘিরে এখন গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আল্লু অর্জুনের ভক্ত ও দক্ষিণী সিনেমাপ্রেমীরা এই শোকের মুহূর্তে তার পাশে রয়েছেন। শুটিং ও ব্যক্তিগত জীবনের ব্যস্ততা সত্ত্বেও পরিবারের পাশে দাঁড়ানো এবং শোক সহ্য করার প্রক্রিয়ায় অভিনেতার দৃঢ় মনোবল ও মানবিক দিকটি প্রতিফলিত হচ্ছে। এই সময়ে পরিবারের সঙ্গে থাকা এবং শোক কাটিয়ে ওঠা তাঁর জন্য এক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।