Ridge Bangla

কেয়া পায়েল-তৌহিদ আফ্রিদির প্রেমের খবর, রাহির দাবিতে নতুন চাঞ্চল্য

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও অভিনেত্রী কেয়া পায়েল-এর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে নতুন দাবি তুলেছেন আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধু রাহি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে তিনি জানান, “আমি শুনেছি পায়েল আপুর সঙ্গে তৌহিদের সম্পর্ক ছিল। অনেক আগেই এ কথা শুনেছিলাম।”

তৌহিদ আফ্রিদিকে নিয়ে প্রেমের গুঞ্জন নতুন নয়। আগে অভিনেত্রী দিঘীর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েও শোরগোল উঠেছিল। তবে তিনি বারবার সেটিকে শুধুই ‘বন্ধুত্ব’ বলে উড়িয়ে দিয়েছেন। এবার জানা গেল, কেয়া পায়েলের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যদিও শেষ পর্যন্ত তিনি রিসা নামের এক তরুণীকে বিয়ে করেন গত বছরের নভেম্বরে।

এদিকে, সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গ্রেপ্তারের সময় আফ্রিদি নিজেই জানিয়েছেন তার স্ত্রী অন্তঃসত্ত্বা। বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই এমন বিপর্যয়ে পড়লেন এই তরুণ কনটেন্ট ক্রিয়েটর।

এরই মধ্যে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রোসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, আফ্রিদি লাইভে এসে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে আন্দোলনকারীদের হত্যা করতে উৎসাহিত করেন। যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, আফ্রিদির কাছ থেকে উদ্ধার হওয়া ডিভাইসগুলোতে ভয়াবহ তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এগুলো ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বিশ্লেষণ করা হলে ছাত্র আন্দোলন দমনে কার কী ভূমিকা ছিল এবং এর পেছনে কী ধরনের যোগসাজশ ঘটেছিল সবই বেরিয়ে আসবে।

আফ্রিদিকে ঘিরে প্রেমের গল্প ও মামলার নাটকীয়তায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন