সিলেটে অনুষ্ঠিত বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছে লিটন দাসের দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৬ রান তুলতে সক্ষম হয় ডাচরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান আসে তেজার ব্যাট থেকে। দারুণ বোলিংয়ে লক্ষ্যটা নাগালে রাখেন তাসকিন আহমেদ। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তাসকিন, তিনি ৪ উইকেট শিকার করেন মাত্র ২৮ রানে।
জবাবে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে নামে টাইগাররা। দেখেশুনে খেললেও ২৪ বলে ২৯ রান করে আউট হন তানজিদ। সমালোচনার জবাব ব্যাট হাতে দেন লিটন দাস। মাত্র ২৬ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। ২৯ বলে ছয় চার ও দুই ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন লিটন। তাকে যোগ্য সঙ্গ দেন সাইফ হাসান, ১৯ বলে ৩৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
১৩৭ রানের লক্ষ্য তাড়া করে ১৩.৩ ওভারে মাত্র দুই উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৩৬/৮ (ও’ডাউড ২৩, নিদামানুরু ২৬; তাসকিন ৪-০-২৮-৪, মুস্তাফিজ ৪-০-১৯-১, সাইফ ২-০-১৮-২)
বাংলাদেশ: ১৩.৩ ওভারে ১৩৮/২ (তানজিদ ২৯, লিটন ৫৪*, সাইফ ৩৬*)
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে।
ম্যান অব দ্য ম্যাচ: তাসকিন আহমেদ