Ridge Bangla

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে বসছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রতিনিধিদের সঙ্গে। বৈঠকে আসন্ন নির্বাচন এবং রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, “আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্রই এই নির্বাচন বিলম্বিত করতে পারবে না। সরকার অবাধ, সুষ্ঠু ও সময়মতো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর।”

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন। উদ্দেশ্য হলো নির্বাচনী প্রক্রিয়ায় সবার আস্থা তৈরি করা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগেই ঘোষণা দিয়েছেন যে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনও ইতোমধ্যে রোডম্যাপ প্রকাশ করেছে। ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার এ বৈঠক নির্বাচনকে ঘিরে বিরোধী দলের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে এটি আসন্ন নির্বাচনী প্রক্রিয়ায় একটি ইতিবাচক বার্তা দেবে বলেও আশা প্রকাশ করছেন তারা।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন