Ridge Bangla

আহত নুরের খোঁজ নিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শনিবার (৩০ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরের খোঁজখবর নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হামলায় আহত নুরুল হক নুরের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা জিয়া। তিনি এ ঘটনায় তীব্র নিন্দা জানান এবং নুরের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। শায়রুল কবির আরও জানান, খালেদা জিয়া নুরের দ্রুত আরোগ্য কামনা করে তার জন্য দোয়া প্রার্থনা করেছেন। একই সঙ্গে তিনি হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক এক কর্মসূচি চলাকালে নুরুল হক নুর হামলার শিকার হন এবং গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর বিভিন্ন মহল থেকে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়।

রাজনৈতিক অঙ্গনের বিশ্লেষকদের মতে, খালেদা জিয়ার এ খোঁজখবর নেওয়া শুধু মানবিক উদ্যোগই নয়, বরং বিরোধী রাজনৈতিক শক্তির প্রতি সহমর্মিতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ বার্তাও বয়ে আনছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন