নির্বাচন কমিশনের (ইসি) মাঠ কর্মকর্তারা প্রস্তাবিত ‘নির্বাচন কমিশন সার্ভিস’ দ্রুত গঠনের দাবি জানিয়েছেন। এ লক্ষ্যে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে আল্টিমেটাম দিয়েছেন তারা। কর্মকর্তাদের মতে, এ সেবা কাঠামো গঠন ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়।
শনিবার (৩০ আগস্ট) উপজেলা ও থানা পর্যায়ের ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা শেষে সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের অনুষ্ঠিত উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সর্বসম্মতিক্রমে পৃথক সার্ভিস গঠনের দাবি উত্থাপন করা হয়।
এতে আরও বলা হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাবিত ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ জারি করে নির্বাচন কমিশন সার্ভিস গঠন করতে হবে।
নেতারা নিন্দা প্রকাশ করে বলেন, কমিশনের সুস্পষ্ট অনুমোদন ও সংস্কার কমিশনের সুপারিশ থাকা সত্ত্বেও এখনো সার্ভিস গঠনের কার্যক্রম বিলম্বিত হচ্ছে। তাদের মতে, এই বিলম্ব নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করছে। তারা সতর্ক করেন— প্রস্তাবিত সার্ভিস কাঠামো বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।