Ridge Bangla

দীপিকার মুখে হাসি ফোটাতে রণবীরের বিশেষ কৌশল

বলিউডের জনপ্রিয় দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং অনস্ক্রিন ও অফস্ক্রিন দুই জায়গাতেই ভক্তদের কাছে অন্যতম আকর্ষণ। পর্দায় অসাধারণ রসায়ন উপহার দেওয়ার পাশাপাশি বাস্তব জীবনেও স্ত্রীকে খুশি রাখতে কখনও কার্পণ্য করেন না রণবীর।

সম্প্রতি জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে রণবীর জানালেন, দীপিকার মুখে হাসি ফোটাতে তিনি একটি বিশেষ কাজ করেন। ছবিশিকারিদের ক্যামেরা যখন তাঁদের দিকে থাকে, তখনই তিনি স্ত্রীর কানে কানে কিছু বলেন। আর তাতেই দীপিকার ঠোঁটে ফুটে ওঠে সেই অনন্য হাসি, যা ভক্তদের কাছে যেন জাদুর মতো।

রণবীর জানান, কখনও ছবিশিকারিদের ডাক কিংবা মন্তব্য না বুঝলে তিনিই দ্রুত কানে কানে স্ত্রীকে বুঝিয়ে দেন। তখন দীপিকা হেসে ওঠেন, আর সেই মুহূর্তই ধরা পড়ে ক্যামেরায়। অভিনেতার ভাষায়, “আমি চাই ও হাসুক। শুধু ছবিশিকারিদের সামনেই নয়, জীবনের প্রতিদিন এই হাসি থাকুক।”

পর্দার বাইরে এভাবেই দীপিকার প্রতি ভালোবাসার প্রকাশ করেন রণবীর। এর আগে কখনও স্ত্রীকে ‘ঘরের লক্ষ্মী’ বলে সম্বোধন করেছেন, আবার কখনও বলেছেন—দীপিকাকে হাসাতে পারাটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

‘গোলিয়োঁ কি রাসলীলা রাম লীলা’, ‘বাজিরাও মস্তানি’ থেকে শুরু করে ‘৮৩’—বিভিন্ন ছবিতে এ পাওয়ার কাপলের অনস্ক্রিন রোমান্সে যেমন মুগ্ধ দর্শক, তেমনই তাঁদের অফস্ক্রিন প্রেমও সমানভাবে ভরিয়ে রেখেছে অনুরাগীদের হৃদয়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন