ছোটপর্দার জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। একসঙ্গে বহু নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তারা। তবে এই জুটির গল্পে শুধু আনন্দ নয়, রয়েছে এক ভয়ঙ্কর অভিজ্ঞতাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে তৌসিফ জানান, শুটিংয়ে তিশাকে কোলে তুলতে গিয়ে ভেঙে যায় তার হাতের হাড়।
তৌসিফ বলেন, “তিশা আমার বন্ধু, তাই নির্দ্বিধায় বলতে পারি। স্যরি! ওকে কোলে তুলতে গিয়ে আমার হাড় ভেঙেছিল।” ঘটনাটি ঘটে ২০২২ সালের ১৬ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত নাটক ‘স্বাধীনতা তুমি’-এর শুটিংয়ে। নাটকে তিনি মুক্তিযোদ্ধার চরিত্রে আর তিশা ছিলেন এক বীরাঙ্গনা। পোস্টারের জন্য তিশার চরিত্রকে মৃত অবস্থায় কোলে নিতে হয়েছিল তাকে।
অভিনেতা জানান, কয়েক মিনিট ধরে একাধিক ফ্রেমের জন্য তিশাকে কোলে রাখতে হয়। এতে পুরো ওজন নিজের কাঁধে নিতে গিয়ে ঘটে বিপত্তি। তৌসিফের ভাষায়, “পোস্টারের জন্য ২-৪ মিনিট ওকে কোলে রাখতে হয়েছিল। চাপটা তখনই পড়ে। এরপর এক মাস বাম হাত দিয়ে কিছু ধরতে পারিনি, রাতে ঘুমাতে গেলেও ব্যথা করত।” তৌসিফ মজার ছলে আরও বলেন, “তিশা আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তবে ওকে ঘৃণাও করি, ভালোবাসিও। আসলে বলতে চাই, ওর কারণেই আমার হাড় ভেঙেছিল।”
অভিনেতার এই অকপট স্বীকারোক্তি ঘিরে ভক্তরাও মেতে উঠেছেন হাস্যরসে। কেউ সহানুভূতি দেখাচ্ছেন, আবার কেউ বলছেন—“বন্ধুত্বের দাম হাতের হাড়।”
এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে তৌসিফ অভিনীত নতুন নাটক ‘খোয়াবনামা’। ভিকি জাহেদের পরিচালিত এই নাটকে তার সঙ্গে অভিনয় করেছেন তানজিন তিশা, এ কে আজাদ সেতু প্রমুখ। শিগগিরই নাটকটি প্রকাশ পাবে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে।