Ridge Bangla

ইন্দোনেশিয়ার আঞ্চলিক পার্লামেন্টে বিক্ষোভকারীদের আগুনে নিহত ৩

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মাকাসার শহরে আঞ্চলিক পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের ধরিয়ে দেওয়া আগুনে কমপক্ষে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। শনিবার স্থানীয় একজন কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। এর আগে পুলিশের গাড়ির ধাক্কায় একজন ট্যাক্সি চালকের মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। মাকাসার সিটি কাউন্সিলের সচিব রহমত মাপ্পাতোবা এএফপিকে বলেন, “গত রাতে বিক্ষোভকারীদের আগুনে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে চিকিৎসারত অবস্থায় একজন নিহত হয়। তারা জ্বলন্ত ভবনের ভেতরে আটকা পড়েছিলেন।”

এ ঘটনার সূত্রপাত সংসদ সদস্যদের বেতন ও শিক্ষা বাজেটসহ নানা ইস্যুতে দেশজুড়ে চলমান আন্দোলন। বৃহস্পতিবার পুলিশের সাঁজোয়া গাড়ির ধাক্কায় আফফান কুরনিয়াওয়ান নামে মোটরসাইকেল রাইড-শেয়ার চালক নিহত হওয়ার পর সরকারবিরোধী এ বিক্ষোভ নতুন মোড় নেয়।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পশ্চিম জাভার রাজধানী বানদুংয়ে শুক্রবার বিক্ষোভের সময় বাণিজ্যিক ভবনসহ একটি ব্যাংক এবং রেস্তোরাঁও পুড়ে গেছে। বিক্ষোভকারীদের পুলিশকে লক্ষ্য করে পাথর ও আতশবাজি ছুড়তে দেখা যায় এবং জবাবে পুলিশ তাদের দিকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

এটি প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর শাসনামলে সবচেয়ে বড় ও সহিংস বিক্ষোভ। ক্ষমতায় আসার এক বছরেরও কম সময়ের মধ্যে এ ঘটনা তার জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট প্রাবোও বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং নিহত চালকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, “বিক্ষোভ অরাজক কর্মকাণ্ডে রূপ নিচ্ছে।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন