মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিট কোর্ট অব আপিলস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অধিকাংশ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছে। ৭-৪ ভোটে গৃহীত এই রায়ে বলা হয়, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ) শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেয় না। আদালতের মতে, শুল্ক আরোপ করা কংগ্রেসের একচেটিয়া ক্ষমতা, যা কোনো প্রেসিডেন্টের হাতে হস্তান্তর করা হয়নি।
এই রায়ের ফলে ট্রাম্পের তথাকথিত পারস্পরিক শুল্কসহ কানাডা, মেক্সিকো ও চীনের ওপর আরোপিত শুল্ক বাতিল হয়ে যাবে। তবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের মতো খাতে অন্য আইনে আরোপিত শুল্ক বহাল থাকবে। আদালত তার ১২৭ পৃষ্ঠার রায়ে স্পষ্ট করেছে, ১৯৭৭ সালে আইন প্রণয়নের সময় কংগ্রেস প্রেসিডেন্টকে সীমাহীন শুল্ক ক্ষমতা দিতে চায়নি।
ট্রাম্প রায়কে বিপর্যয়কর আখ্যা দিয়ে সমালোচনা করেছেন এবং সতর্ক করেছেন শুল্ক বাতিল হলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে। হোয়াইট হাউসের আইনজীবীরাও আশঙ্কা প্রকাশ করেছেন যে হঠাৎ করে শুল্ক বাতিল হলে ১৯২৯ সালের মহামন্দার মতো সংকট তৈরি হতে পারে।
রায়টি এখন সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে, এটি প্রেসিডেন্টের ক্ষমতার সীমা ও কংগ্রেসের ভূমিকা নিয়ে বড় ধরনের সাংবিধানিক প্রশ্ন উত্থাপন করবে।