রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিক্ষোভকারীদের এক মিছিল থেকে এ হামলার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একটি বিক্ষোভ মিছিল কাকরাইল মোড় হয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় অংশগ্রহণকারীরা পুলিশের দিকে ইটপাটকেল ও জুতা নিক্ষেপ শুরু করে। কিছুক্ষণ পরই তারা সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। এরপর হঠাৎ করেই একদল বিক্ষোভকারী জাতীয় পার্টির অফিসে ঢুকে ভাঙচুর চালায় এবং নিচতলার কয়েকটি কক্ষে আগুন ধরিয়ে দেয়। আগুনে কার্যালয়ের ব্যানার, ফেস্টুন ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষে অন্তত কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে পুরো এলাকা উত্তেজনাকর হয়ে ওঠে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশের রমনা বিভাগের কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো সংঘর্ষ চলমান থাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা আতঙ্কে পড়েন।
জাতীয় পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাকরাইল এলাকায় কড়া নিরাপত্তা জোরদার থাকবে।