Ridge Bangla

বাতিল হওয়া এনআইডি সংশোধনে ফের আবেদন গ্রহণ করবে ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন বাতিল হওয়া নাগরিকদের জন্য নতুন সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের ক্যাটাগরিতে যাদের আবেদন বাতিল হয়েছিল, তারা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত পুনরায় আবেদন করতে পারবেন।

সম্প্রতি এনআইডি সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাই) মুহা. সরওয়ার হোসেন মাঠ কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠান।

নির্দেশনায় বলা হয়েছে, গত বছরের ২৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সারা দেশে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ পরিচালনা করা হয়। পরে ২১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ‘ঘ’ ক্যাটাগরির এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির জন্য কেন্দ্রীয়ভাবে একই কর্মসূচি চালু রাখা হয়েছে।

এ প্রোগ্রামের আওতায় বহু আবেদন বাতিল হয়। এর কারণগুলোর মধ্যে ছিল প্রয়োজনীয় কাগজপত্র সময়মতো জমা না দেওয়া, অসম্পূর্ণ আবেদন দাখিল, জমা দেওয়া দলিলাদির সঙ্গে সংশোধন অসংগতিপূর্ণ হওয়া, সাক্ষাৎকারে উপস্থিত না থাকা কিংবা সংশ্লিষ্ট এনআইডিধারীর অনুরোধে আবেদন বাতিল করা। ইসি মনে করছে, এসব ক্ষেত্রে অনেকের আবেদন যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

সিদ্ধান্ত অনুযায়ী, যাদের আবেদন বাতিল হয়েছে তারা পুনরায় আবেদন করলে সেটি পূর্বের ক্যাটাগরিতেই যাচাই-বাছাই করা হবে। নতুন করে কোনো উচ্চ ক্যাটাগরিতে নেওয়া হবে না। ৩১ অক্টোবরের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ বিষয়ে ইসি কর্মকর্তারা জানান, এ উদ্যোগের ফলে অনেক নাগরিকের এনআইডি সংক্রান্ত জটিলতা দূর হবে এবং সঠিক তথ্য হালনাগাদ করার সুযোগ তৈরি হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন