Ridge Bangla

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিউ মুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় এনসিটিতে মোট হ্যান্ডলিং হয়েছে ৫ হাজার ১৯ টিইইউএস। এর মধ্যে আমদানি কনটেইনার ছিল ২ হাজার ১০১ টিইইউএস এবং রপ্তানি কনটেইনার ২ হাজার ৯১৮ টিইইউএস।

চলতি বছরের ৭ জুলাই এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেশনের দায়িত্ব নেয় সিডিডিএল। দায়িত্ব গ্রহণের পর থেকে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের গতি চোখে পড়ার মতো বেড়েছে। দক্ষ জনবল, জাহাজ পয়েন্ট থেকে শুরু করে ডেলিভারি, এপ্রাইজমেন্ট, সিএন্ডএফ শেড ও গেটপয়েন্টে কার্যকর সমন্বয়ের মাধ্যমে পূর্বের তুলনায় দ্রুত কাজ সম্পন্ন হচ্ছে। ফলে দীর্ঘদিনের নানা জটিলতাও কমে এসেছে।

চট্টগ্রাম বন্দরের তথ্যানুসারে, ১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থে সিডিডিএলের পরিচালনায় মোট হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ৯ হাজার ২১৭ টিইইউএস। অর্থাৎ প্রতিদিন গড়ে হ্যান্ডলিং হয়েছে ৩ হাজার ৯০৩ টিইইউএস, যা পূর্বের তুলনায় ৪০ শতাংশেরও বেশি বৃদ্ধি। বন্দরের ইতিহাসে এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এছাড়া গত ২৬ আগস্ট প্রকাশিত একটি বিশ্লেষণে দেখা যায়, সিডিডিএল দায়িত্ব নেওয়ার পর (৭ জুলাই থেকে ২৫ আগস্ট) টানা ৪৯ দিনে মোট হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টিইইউএস। অথচ এর আগে পূর্বের অপারেটরের সময় (১৯ মে থেকে ৬ জুলাই) একই সময়ের মধ্যে হ্যান্ডলিং হয়েছিল ১ লাখ ১৯ হাজার ২৭৬ টিইইউএস। অর্থাৎ সিডিডিএলের দায়িত্ব নেওয়ার পর হ্যান্ডলিং বেড়েছে প্রায় ৪৬ দশমিক ৬৬ শতাংশ।

চট্টগ্রাম বন্দরের এই সাফল্য শুধু রেকর্ড নয়, বরং ভবিষ্যতে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনারও ইঙ্গিত দিচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন