ভোজপুরি সুপারস্টার পবন সিং একবারে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। সম্প্রতি লখনউতে তার নতুন গান ‘সাইয়া সেবা করে’ প্রচারের অনুষ্ঠানে সহ-অভিনেত্রী অঞ্জলি রাঘব-এর সঙ্গে মঞ্চে আচরণ ঘিরে সমালোচনার ঝড় ওঠে।
এক ভিডিওতে দেখা যায়, মঞ্চে বক্তব্যের সময় আচমকাই অঞ্জলির খোলা পেটে হাত রাখেন পবন। প্রথমে তিনি সম্ভবত অঙ্গভঙ্গিতে কিছু বোঝানোর চেষ্টা করেন, কিন্তু অঞ্জলি সেটি উপেক্ষা করলে সরাসরি স্পর্শ করেন।
ঘটনার পর অঞ্জলি রাঘব ভিডিও বার্তায় জানিয়েছেন, এ ঘটনার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত এবং অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “কেউ প্রকাশ্যে আমাকে অশালীনভাবে স্পর্শ করলে আমি খুশি হবো না। এটি সম্পূর্ণ ইচ্ছাকৃত ছিল।”
পবন অবশ্য এ ঘটনাকে হালকাভাবে নিয়েছেন। তিনি দাবি করেছেন, অঞ্জলির পেটে মাছি বসেছিল, তাই সেটি তাড়ানোর জন্য হাত দিয়েছিলেন। তিনি আরও জানান, তার টিম নিশ্চিত করেছে, ওই সময় তার শরীরে কিছুই বসেনি।
ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের প্রতিক্রিয়া তীব্র। অনেকেই পবনের আচরণকে ‘লজ্জাজনক’, ‘অশালীন’ ও ‘নারী-অবমাননাকর’ হিসেবে উল্লেখ করেছেন। এই ঘটনার ফলে পবনের বিতর্কিত কর্মকাণ্ডের তালিকায় নতুন অধ্যায় যুক্ত হয়েছে। ভক্ত ও সমালোচকেরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন, কেউ তার ব্যাখ্যা মেনে নিলেও অনেকে সামাজিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে কড়া সমালোচনা করছেন। এবার দেখা যাবে, এই ঘটনায় পবনের ভবিষ্যত ক্যারিয়ার এবং মিডিয়ায় তার গ্রহণযোগ্যতা কতটা প্রভাবিত হয়।