Ridge Bangla

বিশ্বসুন্দরীর তালিকায় তৃতীয় স্থানে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির আবারও আলোচনার শীর্ষে। নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তার গ্ল্যামার ও ব্যক্তিত্ব তাকে ভক্তদের কাছে বিশেষভাবে প্রিয় করে তুলেছে। এবার সেই জনপ্রিয়তার আন্তর্জাতিক স্বীকৃতি মিলল নতুন করে। আইএমডিবি সম্প্রতি প্রকাশ করেছে ২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীদের তালিকা, যেখানে তৃতীয় স্থান দখল করেছেন হানিয়া আমির।

আন্তর্জাতিক এ সাফল্য তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। শুধু অভিনয় নয়, গ্ল্যামার ও স্টাইলের দিক থেকেও ভক্তদের মনে বিশেষ আসন গড়ে নিয়েছেন এই তারকা। তালিকায় নাম ওঠার খবরে পাকিস্তানের বিনোদন মহল থেকে শুরু করে ভক্তমহল জুড়ে উচ্ছ্বাস বইছে।

এদিকে সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন লুকে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন হানিয়া। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি শেয়ার করেন তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে তাকে দেখা যায় গাঢ় মেরুন রঙের লং গাউনে। কাঁধে প্যাড-স্টাইল ডিজাইন ও শরীরের সঙ্গে মানানসই ফিট কাট তার সাজে এনেছে বাড়তি আভিজাত্য।

চুলে হালকা কার্ল, খোলা স্টাইল আর উজ্জ্বল মেকআপে ধরা দেওয়া হানিয়াকে ঘিরে ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন। কেউ বলছেন, তিনি শুধু পাকিস্তানের নয়, বরং দক্ষিণ এশিয়ার সবচেয়ে গ্ল্যামারাস মুখ। অভিনয়, গ্ল্যামার ও আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় হানিয়া আমির এখন কেবল পাকিস্তানি তারকা নন; বরং বিশ্ব অঙ্গনে আলোচিত এক নাম।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন