গ্লোবাল তারকা রাম চরণ আসছেন নতুন ধামাকা নিয়ে। বচ্চি বাবু সানার পরিচালনায় তার বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া ছবি ‘পেড্ডি’ এখন থেকেই আলোচনার কেন্দ্রে। ছবির প্রথম পরিচিতি গানটির শুটিং চলছে মাইসোরে, যেখানে তৈরি হচ্ছে এক বিশাল আয়োজন।
বিশেষ এই গানের কোরিওগ্রাফি করছেন জনপ্রিয় জানি মাস্টার। এক হাজারেরও বেশি নৃত্যশিল্পীর অংশগ্রহণে দৃশ্যায়িত হচ্ছে গানটি। এতে সুরারোপ করেছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। শক্তিশালী সুর, রাম চরণের দুর্দান্ত নাচের ভঙ্গি ও তারকা আভা মিলিয়ে এমন এক এন্ট্রি তৈরি হচ্ছে, যা দর্শকদের মুগ্ধ করে রাখবে বলে আশা করা হচ্ছে।
শুধু নাচের ঝলক নয়, চরিত্রের জন্য রাম চরণের শারীরিক রূপান্তর ও নিবেদনও ভক্তদের দৃষ্টি কাড়ছে। প্রতিটি দৃশ্যে তার শ্রম ও আন্তরিকতা স্পষ্ট হয়ে উঠছে। ছবিতে নায়িকা হিসেবে আছেন জানভি কাপুর। ক্যামেরায় রয়েছেন খ্যাতিমান চিত্রগ্রাহক আর রথনভেলু এবং সম্পাদনায় জাতীয় পুরস্কারজয়ী নবীন নুলি। সব মিলিয়ে ‘পেড্ডি’ হয়ে উঠছে এক দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল অভিজ্ঞতা।
ভৃদ্ধি সিনেমাস প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ২৭ মার্চ, রাম চরণের জন্মদিনে। জন্মদিনের দিনে মুক্তির ঘোষণায় ভক্তদের উত্তেজনা ইতোমধ্যেই তুঙ্গে পৌঁছেছে। বিশেষ দিনটিকে কেন্দ্র করে তার অনুরাগীদের উন্মাদনা আরও বহুগুণে বাড়বে বলেই মনে করছেন চলচ্চিত্রবিশ্লেষকরা। সবকিছু মিলিয়ে, ‘পেড্ডি’ শুধু রাম চরণের ক্যারিয়ারের নয়, ভারতীয় সিনেমার অন্যতম প্রতীক্ষিত প্রকল্প হয়ে উঠছে।