বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ভক্তদের জন্য আনলেন বিশেষ সুখবর। ২৫ বছরের সংগীতজীবনের উল্লেখযোগ্য এই অধ্যায় উদ্যাপন করতে আগামী সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় বড় পরিসরে আয়োজন হতে যাচ্ছে তাঁর কনসার্ট ট্যুর।
শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন তাহসান। একটি ফটোকার্ড প্রকাশ করে তিনি ভক্তদের জানান, ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’ সেপ্টেম্বরজুড়ে অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে সরাসরি পরিবেশনা করবে। প্রকাশিত শিডিউল অনুযায়ী, ৬ সেপ্টেম্বর অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে প্রথম কনসার্ট। এরপর ৭ সেপ্টেম্বর ব্রিসবেনে, ১৩ সেপ্টেম্বর সিডনিতে, ২০ সেপ্টেম্বর মেলবোর্নে এবং সবশেষে ২৭ সেপ্টেম্বর পার্থে মঞ্চ মাতাবেন এই তারকা।
এই সফরের মধ্য দিয়ে প্রবাসী ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বিশেষ করে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাঙালিরা বহুদিন ধরেই তাহসানের কনসার্টের জন্য অধীর আগ্রহে ছিলেন। খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস প্রকাশিত হচ্ছে। অনেকে লিখেছেন, প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখার স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে।
দুই দশকের বেশি সময় ধরে গান দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাহসান। একক অ্যালবাম, ব্যান্ড সংগীত, চলচ্চিত্রের গান থেকে শুরু করে মঞ্চ পরিবেশনা—সব ক্ষেত্রেই তিনি সমান জনপ্রিয়। সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিত কনসার্ট করে দেশজুড়ে যেমন তরুণদের কাছে প্রিয় হয়ে উঠেছেন, তেমনি প্রবাসী ভক্তদের কাছেও তাঁর গানের আবেদন অটুট রয়েছে। অস্ট্রেলিয়ার পাঁচ শহরে টানা এক মাসের এই সফর তাই শুধু কনসার্ট নয়, বরং তাহসানের ২৫ বছরের সংগীতযাত্রার প্রতি এক অনন্য শ্রদ্ধাঞ্জলি।