বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একমাত্র আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না। তিনি বলেন, ভোটাররা যাদের নির্বাচিত করবেন তারাই সংসদে গিয়ে প্রয়োজনীয় আইন সংস্কার সম্পন্ন করবেন। শনিবার (৩০ আগস্ট) দুপুরে নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে আয়োজিত জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বা বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে, তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই—গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। তাই এই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি আরও বলেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী। যারা নির্বাচনের বিরোধিতা করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। বিএনপি সাংবিধানিক ও রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারে অঙ্গীকারবদ্ধ, যাতে দেশে আর কোনোদিন স্বৈরাচার বা ফ্যাসিবাদের জন্ম না হয়।
আগামী সংসদীয় নির্বাচনের পর সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে জানিয়ে বিএনপির এ নেতা বলেন, “যেসব সংস্কার বাস্তবায়নে সংবিধান সংশোধনের প্রয়োজন নেই, বর্তমান সরকার চাইলে এখনই তা কার্যকর করতে পারে।” আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “তাদের ইতিহাস হলো গণতন্ত্র হত্যা, সন্ত্রাসবাদ ও নিরস্ত্র মানুষ হত্যার ইতিহাস। তারা আজও নিজেদের অপরাধের দায় স্বীকার করেনি, অথচ দেশে রাজনীতি করার আকাঙ্ক্ষা দেখাচ্ছে।”
সালাহউদ্দিন আহমেদ উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি জনগণের শক্তির ওপর আস্থাশীল এবং সেই শক্তিই নির্বাচনের মাধ্যমে বিজয়ী হবে।