বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বানচাল করার জন্য একটি চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তিনি দাবি করেন, উগ্রবাদী এই গোষ্ঠী বিভাজন সৃষ্টির মাধ্যমে জনগণকে ভিন্ন খাতে নিতে চাইছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ ২০২৫’-এ বিশেষ অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “১৯৭১ সালে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব জাতিগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। এখন আবারও সেইভাবে ঐক্য গড়ে তুলতে হবে।” তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “তারেক রহমানের হাত ধরে নতুন বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে।”
খালেদা জিয়া ও তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে ফখরুল বলেন, “আমরা সংখ্যাগুরু বা সংখ্যালঘু নই আমরা সবাই বাংলাদেশি। সমান অধিকারের বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, শেখ হাসিনার দমননীতির অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ গড়ে উঠছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী বা অন্যান্য সম্প্রদায়কে আর সংখ্যালঘু বলা যাবে না, সবাই সমান মর্যাদার অধিকারী হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফায় সব শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিতের রূপরেখা রয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদগে। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ অন্যান্য নেতারা।