ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে দেশটির সাবেক সংসদ স্পিকার ও প্রভাবশালী রাজনীতিবিদ আন্দ্রি পারুবি (৫৪) গুলিতে নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) দুপুরে এ হত্যাকাণ্ড ঘটে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পারুবিইকে লক্ষ্য করে এক বন্দুকধারী কুরিয়ার সেজে পিছন থেকে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে সাতটি খোসা উদ্ধার করা হয়েছে। হামলাকারী হলুদ রঙের ডেলিভারি ব্যাগ বহন করছিল, পরে বৈদ্যুতিক বাইকে চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে দেশটির অভ্যন্তরে “সাইরেন” নামে বিশেষ অভিযান চালাচ্ছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হত্যাকাণ্ডকে ভয়াবহ খুন আখ্যা দিয়ে শোক প্রকাশ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা পারুবিইকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অনন্য অবদান রাখা দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করেন। সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো একে ইউক্রেনের হৃদয়ে গুলি হিসেবে আখ্যা দেন।
২০১৪ সালের ইউরোমাইদান আন্দোলনের অন্যতম সংগঠক পারুবিই রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর স্বেচ্ছাসেবী প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেন। তিনি ইউক্রেনের বর্তমান সংসদেরও সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে ইউক্রেনের রাজনীতিতে বড় শূন্যতা তৈরি হলো।