বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আমাল মালিক এবার প্রকাশ করলেন তার ছেলেবেলার গোপন ক্রাশের কথা। ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ সিজন ১৯-এর মঞ্চে এসে জানালেন, ছোটবেলায় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকেই নীরবে ভালোবাসতেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সম্প্রচারিত একটি পর্বে উপস্থিত ছিলেন আমাল। সেখানেই স্কুলজীবনের সেই গল্প খোলাখুলি শেয়ার করেন তিনি। আমালের ভাষায়— “এখন শ্রদ্ধা বলিউডের সুপরিচিত অভিনেত্রী। কিন্তু আমি তাকে স্কুলজীবন থেকেই চিনি। তিনি আমার স্কুলের সিনিয়র ছিলেন। তখন থেকেই আমার ক্রাশ ছিলেন। তিনি খুব ভালো মনের মানুষ।”
তিনি আরও বলেন, বর্তমানে সামাজিক মাধ্যমে শ্রদ্ধার বিপুল ভক্তসংখ্যা দেখে তারও গর্ব হয়। নিজেও তিনি শ্রদ্ধার বড় ভক্ত। উল্লেখ করে বলেন, ‘স্ত্রী’ ছবির একটি দৃশ্যে গাড়ি করে এসে শ্রদ্ধা যখন সবাইকে প্রহার করতে শুরু করেন, সেই মুহূর্ত দর্শকদের মতোই তারও প্রিয় হয়ে আছে।
শুধু ব্যক্তিগত অনুভূতি নয়, এ পর্বে নিজের সংগীতযাত্রা নিয়েও ভক্তদের সঙ্গে কথা বলেন আমাল মালিক। সংগীতজ্ঞ পরিবারের সন্তান হওয়ায় ছোট থেকেই সুর ও তাল শেখার সুযোগ পান তিনি। তার ভাষায়, এই উত্তরাধিকারই তাকে সংগীতজগতে আলাদা পরিচিতি দিয়েছে।
শোতে আমালের এমন খোলামেলা স্বীকারোক্তি দেখে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, শ্রদ্ধার মতো তারকাকে নিয়ে ছেলেবেলার ক্রাশ স্বীকার করার সাহসী মুহূর্তটি আমালের আন্তরিকতারই প্রমাণ।