আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. লিয়াকত আলী মোল্লা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়ে যোগদান করেন। এর আগে তিনি মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসন-২ শাখার উপসচিব মো. আজিজুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বিচারক মো. লিয়াকত আলী মোল্লাকে অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জনস্বার্থে তার দায়িত্বপালন কার্যকর হবে অবিলম্বে।
এরপর বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের আরেক অফিস আদেশে লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব (সচিব পদমর্যাদা) প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়, সচিব হিসেবে তিনি আইন ও বিচার বিভাগকে নেতৃত্ব দেবেন এবং তার দায়িত্বপালনের মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
লিয়াকত আলী মোল্লা দীর্ঘদিন বিচার বিভাগে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন জেলার আদালতে দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক দক্ষতা ও বিচারকার্য পরিচালনায় সুনাম অর্জন করেন। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি এখন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন।
প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।