সংগীতাঙ্গনে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননায় ভূষিত হলেন দেশের প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বৃহস্পতিবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত হয় ১৯তম ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪’।
এবারের আয়োজনে সংগীতের ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা, সংগীতজ্ঞ শেখ সাদী খান, ইমপ্রেস চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, কেকা ফেরদৌসী, রেবেকা সুলতানা, এম এ মান্নান, সালাউদ্দিন আহমেদ, ফেরদৌস ওয়াহিদ, রফিকুল আলম, মো. খুরশীদ আলম ও প্রকল্প পরিচালক রাজু আলীম। অনুষ্ঠানে প্রবীণ ও নবীন শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় নানা ধারার সঙ্গীত।
বিভিন্ন বিভাগে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— আধুনিক গান শ্রেষ্ঠ শিল্পী কর্ণিয়া, শ্রেষ্ঠ সুরকার মেহেদী, শ্রেষ্ঠ গীতিকার লালন লোহানী, শ্রেষ্ঠ ব্যান্ড আর্টসেল, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সৈয়দ আরিফ আল হক, শ্রেষ্ঠ দ্বৈত শিল্পী সাব্বির জামান ও আফরোজা রূপা, শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী তরিক মৃধা, ইউটিউব ক্যাটাগরিতে সাব্বির নাসির, ছায়াছবির গান শ্রেষ্ঠ শিল্পী রিয়াদ (ঈশ্বর) ও বালাম-কোনাল (প্রিয়তমা)।
এছাড়া, শ্রেষ্ঠ চলচ্চিত্র সুরকার হিসেবে প্রিন্স মাহমুদ, শ্রেষ্ঠ গীতিকার আসিফ ইকবাল, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা রেজাউল করিম কাজল এবং শ্রেষ্ঠ মিউজিক ভিডিও শিল্পী হিসেবে ফেরদৌস আরা স্বীকৃতি লাভ করেন। নজরুলসংগীতে শ্রেষ্ঠ হয়েছেন সালাউদ্দিন আহমেদ, রবীন্দ্রসংগীতে এটিএম জাহাঙ্গীর, আর নবাগত শিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন অনিরুদ্ধ শুভ। অডিও কোম্পানি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে ধ্রুব মিউজিক স্টেশন।
এভাবে শিল্পীদের হাতে সম্মাননা তুলে দিয়ে সংগীতাঙ্গনের বহুমাত্রিক অর্জনকে উদযাপন করল ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’।