Ridge Bangla

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে সাত জেলে অপহৃত

সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের গহীন এলাকা থেকে সাতজন জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। মাথাপিছু ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবি জানানো হয়েছে। সোমবার ও মঙ্গলবার (২৬ আগস্ট) দাড়গাং নদীসংলগ্ন খাল, হোগল ডোকরা খাল ও কালির খালে এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার পার্শেখালি গ্রামের ইব্রাহীম সরদার, আব্দুল হাকিম, সুজিত মুন্ডা, সাত্তার গাজী, আকিনুর, বুলবুল গাজী এবং রমজাননগরের আরাফাত হোসেন। সহকর্মীরা জানান, নৌকা ও জাল মেরামতের সময় দস্যুরা দুই দফায় হামলা চালায়। প্রথমে চারজনকে অপহরণ করা হয়, পরে আরও তিনজনকে তুলে নেওয়া হয়। এ সময় দস্যুরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে নৌকা থেকে আলাদা করে নিয়ে যায়।

৬০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরে আসা জেলে সুজিত মুন্ডা জানান, ‘মুন্না বাহিনী’ নামে নতুন এক দস্যু দল এ অপহরণের সঙ্গে জড়িত। ইউপি সদস্য আব্দুল হামিদ লালটু বলেন, বনদস্যুরা মাথাপিছু ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করছে। অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকজন সহযোগী তাদের জন্য ২৫-৩০ হাজার টাকার বাজারও সরবরাহ করেছে।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক বলেন, বর্তমানে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলছে। ১ সেপ্টেম্বর থেকে অনুমতি নিয়ে জেলেরা মাছ ধরতে পারবেন। খালে নৌকা প্রস্তুতের সময় কয়েকজন অপহৃত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শ্যামনগর থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। বনদস্যুদের সহযোগিতা বা বাজার সরবরাহের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন