সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত পরিচালিত অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৮২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য বিভিন্ন ঘটনায় আরও ৫৩৩ জনকে আটক করা হয়। সব মিলিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫১৫।
এ সময় অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— একটি রিভলবার, একটি ১২ বোর একনালা বন্দুক, একটি এলজি বন্দুক, একটি পিস্তল, একটি জি-৩ রাইফেল, একটি এমএ ভেরিয়েন্ট রাইফেল, একটি এলএম-১৬ ভেরিয়েন্ট রাইফেল, একটি দেশীয় এলজি, একটি পাইপগান ও ৯টি ম্যাগজিন। এছাড়াও ৭ রাউন্ড কার্তুজ, ৫১১ রাউন্ড গুলি, তিনটি চাপাতি ও দুটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অপরাধ দমন, সন্ত্রাস নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনী অপরাধী চক্র ও তাদের ব্যবহৃত অবৈধ অস্ত্রের ওপর বিশেষ নজর দিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় একযোগে পরিচালিত অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা গেছে। পুলিশের দাবি, এ বিশেষ অভিযান চলমান থাকায় অপরাধ প্রবণতা আরও হ্রাস পাবে।