Ridge Bangla

ঢাকাসহ ৯ জেলায় ঘণ্টায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

ঢাকাসহ দেশের নয়টি জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড় বা দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) আবহাওয়া অফিস থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা জেলার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞপ্তিতে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। নৌযান চলাচলে সতর্ক থাকতে স্থানীয় কর্তৃপক্ষ এবং জেলেদের প্রতি বার্তা পাঠানো হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামীকাল শুক্রবার (২৯ আগস্ট) সকাল পর্যন্ত দেশের সব বিভাগের ওপর অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। বিশেষ করে ঝড়ো হাওয়া ও বজ্রসহ ভারি বৃষ্টির প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

সরাসরি ক্ষয়ক্ষতির আশঙ্কায় আবহাওয়া অফিসের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকতে এবং প্রয়োজনবোধে সরকারি নির্দেশনা মানার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে, যাতে মানুষ ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন