Ridge Bangla

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের কাছে যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণে জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাদির উজ-জামান জানান, যমুনা এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ময়মনসিংহের তারাকান্দা যাওয়ার সময় রাজেন্দ্রপুর রেলস্টেশনে পৌঁছালে ইঞ্জিনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। তারা বগিটি লাইনে ফিরিয়ে আনার চেষ্টা চালায়। প্রায় তিন ঘণ্টার পর তাদের প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত বগিটি সরিয়ে নেওয়া হয় এবং রেললাইনে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

এসআই নাদির উজ-জামান আরও জানান, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনের যাত্রীরা নিরাপদে ছিলেন এবং দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন হওয়ায় তাদের কোনো শারীরিক ক্ষতি হয়নি।

জয়দেবপুর-ময়মনসিংহ রুটে এই দুর্ঘটনা সাময়িকভাবে ভ্রমণকারীদের বিব্রতকর পরিবেশে সৃষ্টি করেছিল। তবে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যাত্রীদের নিরাপত্তা ও রেল চলাচলের স্বাভাবিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তারা তৎপর ছিলেন। এই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ ভবিষ্যতে এমন ধরনের দুর্ঘটনা রোধে লাইনের নিয়মিত নিরাপত্তা পরিদর্শন বাড়ানোরও প্রতিশ্রুতি দিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন