সন্তান জন্মের পর একেবারেই বদলে গেছে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার জীবনযাত্রা। একদিকে চলছে তার নতুন ছবি ‘পরম সুন্দরী’-র প্রচার, অন্যদিকে বাসায় নবজাতকের আগমনে ঘুমহীন রাত কাটছে তার।
সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ। সেখানে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেন, “আমার প্রতিদিনের কাজের রুটিন পুরো বদলে গিয়েছে। খাওয়াদাওয়া থেকে ঘুম সবকিছুই এলোমেলো। এখন অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হচ্ছে। তবে এই জেগে থাকার অভিজ্ঞতা অন্যরকম। ভোর তিনটা থেকে চারটার সময় শিশুর খাওয়াদাওয়ার পর্ব চলছে।”
অভিনেতার ভাষায়, “আমি যেন বাড়িতে সহ-অভিনেতার মতো আছি। যা ঘটছে, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি।” সন্তানের ন্যাপি বদলাচ্ছেন কি না— এ প্রশ্নে হাসতে হাসতে সিদ্ধার্থ বলেন, “হ্যাঁ, ন্যাপিও বদলাচ্ছি। ন্যাপি না পরালে কী ভয়ংকর পরিস্থিতি হতে পারে, তার অভিজ্ঞতাও হয়েছে।”
গত ১২ জুলাই মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী কিয়ারা আডবাণী। এরপর থেকেই অনুরাগীদের দৃষ্টি ছিল তাদের দিকে। অবশেষে ১৫ জুলাই সুখবর আসে— কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন সিদ-কিয়ারা। পরদিন তারকা দম্পতি নিজেরাই খবরটি জানিয়ে লিখেছিলেন, “আমাদের শিশুকন্যা এসে গিয়েছে। দয়া করে ছবি নয়, শুধু আশীর্বাদ করুন।”
প্রসঙ্গত, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘শেরশাহ’ সিনেমায় প্রথমবার একসঙ্গে জুটি বাঁধেন সিদ্ধার্থ ও কিয়ারা। সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মন জয় করে নেয়। এরপর বাস্তব জীবনেও প্রেমের সম্পর্কে জড়ান তারা। দীর্ঘ তিন বছরের সম্পর্কের পর ২০২৩ সালে সাতপাকে বাঁধা পড়েন বলিউডের এই জনপ্রিয় জুটি।
নতুন ছবির প্রচার আর বাবা হওয়ার ব্যস্ততায় এখন ভিন্ন এক অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছেন সিদ্ধার্থ মালহোত্রা।