Ridge Bangla

‘দুই বাচ্চার মা’ মন্তব্যে দেবকে কড়া জবাব দিলেন শুভশ্রী

টালিউডের বহুল আলোচিত জুটি দেব-শুভশ্রীকে প্রায় এক দশক পর বড় পর্দায় ফের একসঙ্গে দেখেছে দর্শকরা ‘ধূমকেতু’ সিনেমায়। মুক্তির পর ছবিটি রেকর্ড পর রেকর্ড গড়লেও নেপথ্যে এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।

এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল, যদি ‘ধূমকেতু’ ২০২৫ সালে তৈরি হতো তবে শুভশ্রীকে কি নায়িকা হিসেবে নিতেন? জবাবে দেব বলেন, শুভশ্রী এখন দুই সন্তানের মা, তাই তার মুখের ইনোসেন্স বা সারল্য নষ্ট হয়ে গেছে। ফলে নায়িকা নয়, হয়তো কোনো পার্শ্ব চরিত্রের জন্য তাকে বেছে নিতেন।

নায়কের এই মন্তব্যকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়। অবশেষে মুখ খুললেন শুভশ্রী গাঙ্গুলী। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “একজন সেন্সেবল মানুষ কীভাবে এরকম মন্তব্য করতে পারে আমি বুঝতে পারছি না। আমার কাছে চরিত্রটাই গুরুত্বপূর্ণ। আমি সন্তান জন্ম দিয়েছি, সেটা তো অপরাধ নয়। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে এরকম অসম্মানজনক মন্তব্য, যেখানে ছবির প্রচার হচ্ছে—সেখানে এটা বলা মোটেও উচিত হয়নি।”

তাকে আরও প্রশ্ন করা হয় ভবিষ্যতে দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা যাবে কি না। নায়িকা খানিকটা তাচ্ছিল্যের সুরে বলেন, “বাবা, আমি কিছুই জানি না। মা হয়ে গেছি, মুখে সারল্য নেই এই কথাই তো বলা হয়েছে।”

উল্লেখ্য, একসময় শুধু পর্দাতেই নয়, বাস্তবেও দেব-শুভশ্রী ছিলেন আলোচিত প্রেমিক যুগল। তবে সম্পর্কের টানাপোড়েনের কারণে বিচ্ছেদ ঘটে। দীর্ঘ বিরতির পরই আবার ‘ধূমকেতু’-তে একসঙ্গে কাজ করেন তারা। আর সেই ছবির সাফল্যের মাঝেই ফের আলোচনায় উঠে এলো ব্যক্তিগত রসায়নের প্রসঙ্গ।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন