রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এতে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ ঘটনার প্রতিবাদে দলটি সরকার ও প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতেই গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। নুরের ওপর হামলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিক্রিয়া জানাতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ এক ফেসবুক পোস্টে লিখেছেন, “নুরুল হক নুর আমাদের সহযোদ্ধা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোগী। তার ওপর হামলা মানে জুলাই অভ্যুত্থানের ওপর হামলা। এ হামলার জবাব দিতেই হবে, এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দিতে হবে।”
এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও ফেসবুকে নিন্দা জানিয়ে বলেন, “জাতীয় পার্টির বিষয়ে জিরো টলারেন্সে উত্তরপাড়া-দক্ষিণপাড়া একাকার। নুর ভাইদের ওপর বর্বরতম হামলা মূলত সব দলের জন্য একটি শক্ত বার্তা। এমন ঘৃণ্য আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তিনি আরও মন্তব্য করেন, “আওয়ামী লীগ যেমন অপরাধী, তার সহযোগী ও বৈধতা দানকারী জাতীয় পার্টিও সমানভাবে অপরাধী। উভয় দলই একই পথে চলছে, তাদের পরিণতিও এক হবে।”
গণঅধিকার পরিষদের নেতারা বলছেন, নুরের ওপর হামলার দায় এড়িয়ে যাওয়া যাবে না। ২৪ ঘণ্টার মধ্যে সঠিক পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের ঘোষণা আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।