Ridge Bangla

জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদের সংঘর্ষে উত্তেজনা, সেনা মোতায়েন

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) কার্যালয়ের সামনে ফের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার দিকে জাপা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জাপার পক্ষ থেকে অভিযোগ করা হয়, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে গণঅধিকার পরিষদের দাবি, শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার কার্যালয় থেকে তাদের উদ্দেশে ইট-পাটকেল ছোড়া হয়। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে।

ঘটনার বিষয়ে নিশ্চিত করে রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার বলেন, “সন্ধ্যা সোয়া ৬টার দিকে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ হয়। আমরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছি, বিস্তারিত পরে জানানো হবে।”

সংঘর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিপুল সংখ্যক সেনা সদস্য, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আমাদের আজকে বিক্ষোভ সমাবেশ ছিল। সমাবেশ শেষে পল্টন জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে নাইটেঙ্গেল মোড়ার পথে জাতীয় পার্টির কার্যালয় অতিক্রমকালে পেছন থেকে আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। সেখানে অন্তত তিন-চারশ’ লোক ছিল।” তিনি দাবি করেন, ওই হামলায় তাদের অন্তত ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর কাকরাইল এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন