ঈদুল আজহার পর থেকে শাকিব খানকে ঘিরে নতুন সিনেমার খবর বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এবার হাজির হচ্ছে ঢাকার আন্ডারওয়ার্ল্ড ঘিরে নির্মিত প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ, এবং এতে থাকছে ক্রাইম, অ্যাকশন, প্রেম ও আবেগের এক অনন্য মিশেল। সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে, যা ইতিমধ্যেই দর্শক ও সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে।
এই সিনেমা নিয়ে আলোচনার অন্যতম বিষয় হল শাকিব খানের পারিশ্রমিক। সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠেছে, এই মেগাস্টার তার আগামী ঈদুল ফিতরের সিনেমা প্রিন্স-এর জন্য রেকর্ড ৩ কোটি টাকা পারিশ্রমিক নেবেন।
প্রিন্স সিনেমার প্রযোজক শিরিন সুলতানা গণমাধ্যমকে জানিয়েছেন, এটি শাকিবের প্রাপ্য। তিনি বলেন, “যেটা উনি ডিজার্ভ করেন, সেটা তাকে অবশ্যই দিতে হবে। আগের ছবিগুলোর তুলনায় বেশি পারিশ্রমিক নেওয়াটা স্বাভাবিক।” প্রযোজক আরও উল্লেখ করেন, “আমরা যে ভাবনা থেকে এই ছবিটা নির্মাণ করতে যাচ্ছি, সেই জায়গা থেকে উনি যে পারিশ্রমিক নিচ্ছেন, তা একেবারেই ঠিক আছে।”
অন্যদিকে সিনেমার নায়িকা বাছাই নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে শিরিন সুলতানা ইঙ্গিত দিয়েছেন যে, বিদেশি নায়িকা নেওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “দেশ-বিদেশ মিলিয়ে আমাদের গল্প ও চরিত্রের সঙ্গে যাকে উপযুক্ত মনে হবে, তাকে সিলেক্ট করা হবে। কয়েকজনের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা চলছে।”
সর্বমোট, প্রিন্স সিনেমা শাকিব খানের ফ্যানদের জন্য এক নতুন উত্তেজনা এবং বড় আকারের প্রযোজনা হিসেবে আলোচনায় রয়ে গেছে।