সরকার হিমাগারের গেটে আলুর সর্বনিম্ন মূল্য কেজি প্রতি ২২ টাকা নির্ধারণ করেছে। পাশাপাশি সরকারি উদ্যোগে ৫০ হাজার টন আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৭ আগস্ট) কৃষি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে আলুর বিক্রয়মূল্য উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যহীন হওয়ায় আলুচাষিরা ক্ষতির মুখে পড়ছেন। এ অবস্থায় প্রধান উপদেষ্টার নির্দেশে কৃষকের স্বার্থ রক্ষার্থে একটি চার সদস্য বিশিষ্ট পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কমিটিতে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি এবং বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবদের সদস্য করা হয়েছে।
কমিটির সুপারিশ পর্যালোচনা করে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে হিমাগারে আলুর কেজি প্রতি সর্বনিম্ন মূল্য নির্ধারণ, ৫০ হাজার টন আলু ক্রয় ও সংরক্ষণ এবং অক্টোবর-নভেম্বর মাসে বিক্রির সিদ্ধান্ত অন্যতম।
সরকারি উদ্যোগের মাধ্যমে আলু উৎপাদন মৌসুমে ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে এবং আলুচাষিরা তাদের উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করতে পারবেন। এছাড়া আগামী মৌসুমে আলুচাষিদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে। কৃষি ও বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এ পদক্ষেপের মাধ্যমে আলুচাষিদের ক্ষতি কমবে এবং বাজারে আলুর মূল্য স্থিতিশীল থাকবে।