Ridge Bangla

ফেডারেল গভর্নর লিসা কুকের বিরুদ্ধে ট্রাম্পের বরখাস্ত প্রচেষ্টার বিরুদ্ধে মামলা

মার্কিন ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরখাস্তের চেষ্টার বিরুদ্ধে মামলা করেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ওয়াশিংটন ডিসিতে দায়ের করা এই মামলাটি ফেডারেল স্বাধীনতা ও প্রেসিডেন্টের ক্ষমতার সীমা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আইনি লড়াই হয়ে উঠতে যাচ্ছে।

কুক আদালতের কাছে ট্রাম্পের আদেশকে “অবৈধ ও বাতিল” ঘোষণা করার আবেদন করেছেন। মামলায় ফেডারেল চেয়ারম্যান জেরোম পাওয়েলকেও বিবাদী করা হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, কুক তার মর্টগেজ নথিতে ভুয়া তথ্য দিয়েছেন এবং একারণে তাকে অপসারণ করা যায়। তবে কুকের আইনজীবী অ্যাবি লোয়েল যুক্তি দিয়েছেন, ফেডারেল রিজার্ভ আইন অনুযায়ী গভর্নরকে অপসারণ করতে হলে বৈধ ‘কারণ’ থাকতে হয়, যা এখানে প্রমাণিত হয়নি।

হোয়াইট হাউস বলছে, ট্রাম্প যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেছেন। আর্থিক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে থাকা ব্যক্তির সততা নিয়ে প্রশ্ন উঠলে তাকে অপসারণ যৌক্তিক। তবে কুক অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাকে সরানোর কোনো বৈধ কারণ নেই।

ফেডারেল বোর্ডের সাত সদস্যের একজন হলেন কুক। তিনি সম্প্রতি সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দেন। ট্রাম্প দীর্ঘদিন ধরে সুদের হার কমাতে ফেডারেল রিজার্ভের ওপর চাপ দিচ্ছেন। ফলে কুককে সরাতে পারলে ট্রাম্প নিজের অনুকূল সদস্য নিয়োগ করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, এই মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন