Ridge Bangla

পর্দার নায়ক হঠাৎ রাজনীতিতে সক্রিয় কেন?

গত বৃহস্পতিবার তামিলনাড়ুর মাদুরাই জেলায় আয়োজিত এক মহাসমাবেশে উপচে পড়ে মানুষের ঢল। লাখো ভক্ত-সমর্থকের উচ্ছ্বাসের মধ্যেই মঞ্চে উঠেন দক্ষিণী সিনেমার সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। এদিন তিনি দেশের ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক হুংকার ছুড়ে দেন; মুহূর্তেই সমাবেশস্থল কেঁপে ওঠে।

এই সমাবেশ আয়োজন করে দক্ষিণ ভারতের প্রভাবশালী রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)। বিজয় তার অবস্থান স্পষ্ট করেন; অপশাসনের বিরুদ্ধে এক অদম্য সাহসিকতার পরিচয় দেন। তিনি মনে করেন, রাজনীতি সিনেমার মতো সহনশীলতার জায়গা নয়, বরং যুদ্ধক্ষেত্র। তাই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের পথ বেছে নিয়েছেন।

সমাবেশে বিজয় ঘোষণা করেন, “আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।” যদিও ভারতের মূলধারার গণমাধ্যম এ বক্তব্য কম প্রচার করেছে, দক্ষিণ ভারতের স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, কপালে কমলা-হলুদের ওড়না বেঁধে বিজয় জনগণের সঙ্গে অভিবাদন বিনিময় করছেন; লাখো ভক্তের উচ্ছ্বাসে এলাকা মুখরিত।

বিজয়ের রাজনৈতিক সক্রিয়তা আসলে তার দীর্ঘ পরিকল্পনার অংশ। ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থাতেই তিনি গড়েছেন টিভিকে। মাত্র ৯ মাসের মধ্যে দল তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তৈরি করেছে। তিনি ঘোষণা করেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে মাদুরাই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চেন্নাইয়ে জন্ম নেওয়া যোসেফ বিজয় চন্দ্রশেখরকে ভক্তরা ভালোবেসে ডাকেন থালাপতি, অর্থাৎ সেনাপতি। সিনেমার নায়ক থেকে বাস্তবের নায়ক বিজয়ের লক্ষ্য একটাই—জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন