Ridge Bangla

পরীমণির নামে ভারতে ভৌতিক সিনেমা নির্মাণ

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির নাম ব্যবহার করে ভারতের পশ্চিমবঙ্গে নির্মিত হচ্ছে নতুন ভৌতিক সিনেমা ‘পরীমণি’। তবে উল্লেখযোগ্য যে, বাংলাদেশের অভিনেত্রী পরীমণির সঙ্গে এই সিনেমার কোনো সম্পর্ক নেই। ভারতীয় সংবাদমাধ্যম আজকাল সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আসন্ন দীপাবলি উপলক্ষে আগামী অক্টোবরেই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে সিনেমাটি।

‘পরীমণি’ সিনেমার পরিচালক সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিক দে বলেছেন, সিনেমার মূল গল্পটি ভয়াবহ অতিপ্রাকৃতিক আবহে সমাজের অন্তর্নিহিত বাস্তবতা তুলে ধরবে। সিনেমার কেন্দ্রে রয়েছে ‘পরী’ নামের এক কিশোরী, যার জীবন একদিকে যেমন সাধারণ, তেমনি লুকিয়ে আছে একটি জটিল অতীত। গল্পে জড়িয়ে আছে ভয়, ভালোবাসা, অপরাধ ও দায়বদ্ধতার নানা অধ্যায়, যা দর্শককে এক অনন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা দেবে।

পরিচালক সৌভিক দে বলেন, “‘পরীমণি’ মূলত একটি হরর কনসেপ্ট হিসেবে শুরু হলেও কাজের সময় বুঝলাম, এটি শুধুই ভয় নয়, সমাজের প্রতিচ্ছবি। আমাদের দৈনন্দিন জীবনের নিচে এমন অনেক ভয় লুকিয়ে থাকে, যা আমরা সচরাচর অনুভব করি না। সিনেমার মাধ্যমে আমরা সেই অতিপ্রাকৃতিক আবরণ ভেদ করে সমাজের বাস্তবতার প্রতিফলন দেখাতে চাই।”

সিনেমার অন্যান্য শিল্পীদের মধ্যে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, যিনি ‘পরী’র মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও রয়েছেন রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য ও প্রজ্ঞা গোস্বামী। সিনেমার শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে এবং মুক্তির জন্য প্রস্তুতি চলছে।

‘পরীমণি’ সিনেমা ভৌতিক গল্পের সঙ্গে সমাজের অন্তর্নিহিত বাস্তবতাকে মিশিয়ে দর্শকদের জন্য এক ভিন্নধর্মী অভিজ্ঞতা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন