Ridge Bangla

উর্বীসহ তিন তারকার এক রাতের ঘটনায় মনস্তাত্ত্বিক থ্রিলার ‘বিনোদিনী’

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম “বঙ্গ” আবারো নতুন চমক নিয়ে হাজির হয়েছে দর্শকদের জন্য। সম্প্রতি মুক্তি পেয়েছে মনস্তাত্ত্বিক থ্রিলার ‘বিনোদিনী’, যা এক রাতের ভয়ের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। গল্পের সূচনা হয় একটি সাধারণ প্রশ্ন দিয়ে—অচেনা কাউকে বিশ্বাস করার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে?

কাহিনির মূল ঘটনা আবর্তিত হয়েছে দুই ভিন্ন জগতের মানুষের চারপাশে। একজন গেস্টহাউস কর্মী পলাশ, আর একজন জনপ্রিয় অভিনেত্রী এশা। আকস্মিকভাবে তাদের পথ একত্রিত হয় এবং ভাগ্যের এক মোড়ে তারা জড়িয়ে পড়ে এক ভয়াবহ রহস্যে, যেখান থেকে ফিরে আসার আর কোনো রাস্তা খোলা থাকে না।

পরবর্তী ঘটনাগুলো দর্শককে এক নিখুঁত রোলারকোস্টার রাইডের মধ্যে নিয়ে যায়। একের পর এক অনিশ্চিত ও শিহরন জাগানো পরিস্থিতি দর্শককে ভাবতে বাধ্য করবে—কে শিকার, কে শিকারি?

‘বিনোদিনী’ নির্মাণ করেছেন সৈয়দ ফরহাদ। এতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, ইমতিয়াজ বর্ষণ ও প্রিয়ন্তী উর্বী। নাটক প্রসঙ্গে প্রিয়ন্তী উর্বী বলেন, “‘বিনোদিনী’ কেবল একটি থ্রিলার নয়, এটি মানুষের ভেতরের অন্ধকার, লোভ ও টিকে থাকার প্রবণতাকে প্রতিফলিত করে। দর্শকের মনে শেষ পর্যন্ত প্রশ্ন জাগবে—পলাশ কি রহস্য উন্মোচন করতে পারবে, নাকি এশার সঙ্গে সে ডুবে যাবে অপরাধ ও অন্ধকারের গভীরে?”

এ থ্রিলারটি দর্শককে একটি উত্তেজনাপূর্ণ ও শিহরন জাগানো অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি রাখে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন