Ridge Bangla

সুনামগঞ্জে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ২

সুনামগঞ্জের ছাতক উপজেলায় চোরাকারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাতে পৌর শহরের টেংগারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভারত থেকে অবৈধভাবে মালামাল আনা হয়েছে এই সংক্রান্ত এক মামলার আসামি শাহীন আহমদকে গ্রেপ্তার করতে গেলে তাঁর সহযোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়।

এ সময় এএসআই সাহাব উদ্দিন ও কনস্টেবল মোস্তাক আহমদ ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

আহতদের মধ্যে সাহাব উদ্দিনকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মোস্তাক আহমদকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে রাতেই অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মোট ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, চোরাকারবারিদের হামলায় দুই সদস্য আহত হয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন