Ridge Bangla

অজয়কে অন্য অভিনেত্রীর সঙ্গে চুম্বন, হিংসায় রেগে আগুন কাজল

বলিউডের “পাওয়ার কাপল” অজয় দেবগন ও কাজল। তবে সম্প্রতি অজয়ের সঙ্গে ঘটে যাওয়া একটি চুম্বন দৃশ্য জানার পর হিংসায় রেগে আগুন হয়ে গিয়েছিলেন কাজল। অভিনেত্রী নিজেই কপিল শর্মার অনুষ্ঠানে এই ঘটনা প্রকাশ করেন।

কাজল জানান, একটি ছবির শুটিং চলাকালীন অজয়ের চুম্বন দৃশ্য ছিল। ছবির সহ-প্রযোজক হিসেবে উপস্থিত থাকা সত্ত্বেও অজয় কাজলকে আগে কিছু জানাননি। চুম্বন দৃশ্যের পরে অজয় নিজের দোষ স্বীকার করে কাজলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। খবর শুনে কাজল হিংসায় রেগে আগুন হয়ে যান।

তিনি বলেন, “চুম্বনের কথা আমাকে আগেই জানানো হয়নি। অজয় এসে বলল, ‘আমি করে ফেলেছি, আমি সত্যিই দুঃখিত।’ এই খবর শুনে আমি মনে মনে রেগে গেলাম। এমন রকম দৃশ্য দেখার পরে আমি বন্দুক বের করি।” কাজল আরও উল্লেখ করেন, সাধারণত তিনি দ্রুত উত্তেজিত হন এবং চিৎকার-চেঁচামেচি করার আগে দুইবার ভাবেন না।

১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি অজয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজল। ২৫ বছর পেরিয়ে গেলেও তাদের দাম্পত্য জীবনের বন্ধন অটুট। সাক্ষাৎকারে কাজল বলেন, “আমরা একে অপরের থেকে অনেক আলাদা। তাই আমাদের অনেক আগে বিচ্ছেদ হওয়ার কথা ছিল। তবে সুখী দাম্পত্যের জন্য ভুলে যাওয়ার ক্ষমতা থাকতে হয়, আর মাঝে মাঝে কানে কম শুনতে হয়।”

অজয় ও কাজল যুগলবন্দী বলিউডের অন্যতম শক্তিশালী দম্পতি হিসেবে পরিচিত, যেখানে ব্যক্তিগত জীবনের ছোটখাটো ঘটনা সমালোচনার পরও তাদের সম্পর্ক অটল।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন