Ridge Bangla

নির্বাচনের বিপক্ষে গেলেই রাজনীতি থেকে বাদ পড়বে: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে এখন নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। তাই যে–ই নির্বাচনের বিপক্ষে কথা বলবে, সে–ই রাজনীতি থেকে বাদ পড়বে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যদিও কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, তবে এটি তাদের কৌশল ছাড়া আর কিছু নয়। এবারের নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলে তা রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সালাহউদ্দিন আরও জানান, জুলাই সনদের কিছু বিষয় বিএনপির কাছে অযৌক্তিক মনে হলেও আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব। সংবিধানের ঊর্ধ্বে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন। তার মতে, সাংবিধানিক সংস্কারের বিষয়গুলো ঐকমত্যের ভিত্তিতেই বাস্তবায়ন করা হবে। তবে সংসদ নির্বাচনের পরই এসব সংস্কার কার্যকর করা সম্ভব হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই। এই সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই ভোট অনুষ্ঠিত হবে। কোনো দল অংশ না নিলে তা তাদের নিজস্ব সিদ্ধান্ত, তবে যারা অযৌক্তিক কারণে বয়কট করবে তারা নিজেরাই রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে।

ভবিষ্যতে জোট রাজনীতির প্রসঙ্গে তিনি জানান, জামায়াতের সঙ্গে কোনো সম্ভাবনা নেই। তবে যুগপৎ আন্দোলনের শরিকরা ও কয়েকটি ইসলামী ঘরানার দলের সঙ্গে আলোচনার মাধ্যমে জোট হতে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন