রাজধানীর শাহবাগে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শিক্ষার্থীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অন্তত কয়েকজন শিক্ষার্থী আহত হন।
দিনের শুরুতে সকাল ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুর ১টা ৪০ মিনিটে তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে রওনা দেন। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা তিন দফা দাবিতে এই কর্মসূচি পালন করছেন। দাবিগুলো হলো—
১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার না করা।
২. ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা।
৩. দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কেবলমাত্র স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।
এর আগে মঙ্গলবারও শাহবাগে পাঁচ ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
অন্যদিকে, শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, আন্দোলনকারীরা যদি তাদের প্রস্তাব লিখিতভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে জমা দেন, তাহলে সচিব কমিটি বিষয়টি পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেবে। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ডিপ্লোমা ও স্নাতক প্রকৌশলীদের সমান মর্যাদা দেওয়ার কারণে কর্মক্ষেত্রে বিভ্রান্তি ও অব্যবস্থাপনা তৈরি হচ্ছে। তাদের দাবি দ্রুত সমাধান করা না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। সংঘর্ষের কারণে কয়েক ঘণ্টা শাহবাগ এলাকায় সাধারণ মানুষ ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।