Ridge Bangla

আফগান সীমান্তে ৪৭ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের

আফগান সীমান্তে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪৭ জন অনুপ্রবেশকারী সন্ত্রাসী নিহত হয়েছেন। মঙ্গলবার নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আফগান সীমান্ত পেরিয়ে বেলুচিস্তানের ঝোব জেলায় অনুপ্রবেশের চেষ্টা করার সময় তাদের হত্যা করা হয়।

একটি সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, ভারতীয় মদদপুষ্ট নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্যরা বড় একটি দল নিয়ে সামবাজা এলাকার পাক-আফগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল। নিরাপত্তা বাহিনী তাদের গতিবিধি শনাক্ত করে ৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান চালায় এবং ৪৭ জন সন্ত্রাসীকে নির্মূল করে। নিহতদের মধ্যে বেশিরভাগ সন্ত্রাসীই আফগান নাগরিক।

অভিযানে নিরাপত্তা বাহিনীর কতজন হতাহত হয়েছে তা জানা যায়নি। তবে পাক নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছেন, অনুপ্রবেশকারীদের মধ্যে অধিকাংশই নিহত হয়েছেন, বাকিরা সীমান্ত দিয়ে আফগানিস্তানে পালিয়ে গেছেন।

২০২১ সালে তালেবান বাহিনী আফগানিস্তানে ক্ষমতাসীন হওয়ার পর থেকে দেশটির সীমান্তবর্তী দুই পাকিস্তানি প্রদেশ বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। পাকিস্তানের থিঙ্কট্যাংক সংস্থা পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্স অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিক্স)-এর তথ্য অনুসারে, গত জুন মাসে পাকিস্তানে ৭৮টি সন্ত্রাসী হামলা ঘটেছে এবং এসব হামলায় প্রাণ হারিয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন