Ridge Bangla

ফ্রান্সসহ আরও ৪ দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধনের অনুমতি পেল ইসি

প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্প্রসারণে বড় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফ্রান্সসহ আরও চার দেশে প্রবাসীদের ভোটার করার অনুমোদন দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে সংশ্লিষ্ট দেশগুলোতে প্রবাসীরা সেখানেই ভোটার নিবন্ধন করতে পারবেন এবং পাবেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি)।

বুধবার (২৭ আগস্ট) এ সংক্রান্ত সম্মতিপত্র নির্বাচন কমিশনের হাতে পৌঁছায়। নতুন যুক্ত হওয়া দেশগুলো হলো— ফ্রান্স, বাহরাইন, সিঙ্গাপুর ও স্পেন।

এর আগে সৌদি আরবসহ মোট ১৫টি দেশে প্রবাসীদের ভোটার করার অনুমোদন পায় ইসি। নতুন চার দেশ যুক্ত হওয়ায় এখন পর্যন্ত মোট ১৯টি দেশে এ কার্যক্রম চালুর অনুমতি মিলল।

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানান, “প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার বিষয়ে আমরা আরও চার দেশের অনুমতি পেয়েছি। এর আগে ১৫টির অনুমতি ছিল। সব মিলিয়ে এখন ১৯টি দেশে ভোটার নিবন্ধনের পথ খুলে গেল। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বুধবার আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।”

ইসি সূত্রে জানা গেছে, আগামী মাসেই যুক্তরাষ্ট্রে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, ফ্লোরিডার মায়ামি এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চারটি বাংলাদেশ মিশনে এই কার্যক্রম চালু হবে। এ জন্য দ্রুতই চারটি কারিগরি টিম ও দুটি প্রশাসনিক টিম পাঠানোর প্রস্তুতি চলছে। কারিগরি টিমগুলো স্থানীয় দূতাবাস কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে আর প্রেরিত প্রশাসনিক টিম সার্বিক কার্যক্রম তদারকি করবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন