Ridge Bangla

সেনাবাহিনীর যৌথ অভিযান, জেনেভা ক্যাম্পে অস্ত্র ও মাদকসহ আটক ১১

রাজধানী ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ১১ জনকে আটক করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) আইএসপিআর এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাম্পের সেক্টর ৩, ৭ ও ৮–এ অভিযান চালানো হয়। এতে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ অর্থ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে ৫ হাজার ৬৬০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, তিনটি সামুরাই ও দুটি চাপাতি জব্দ করা হয়।

অভিযানের সময় আলোচিত সন্ত্রাসী বুনিয়া সোহেলকে না পাওয়া গেলেও তাঁর গ্যাংয়ের কয়েকজনকে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে চারজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং সাতজনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও খুনের মামলা রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন