রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের এক বিশাল মাদকদ্রব্যের চালান জব্দ করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল জানিয়েছে উদ্ধারকৃত মাদকটি কোকেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক সোনিয়া আক্তার স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
কাস্টমস সূত্র জানিয়েছে, সোমবার (২৫ আগস্ট) রাতে দোহা থেকে আসা কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন এক যাত্রীর লাগেজ তল্লাশি করে প্লাস্টিকের তিনটি জারের ভেতর থেকে বিশেষভাবে মোড়ানো ২২ পিস ডিম্বাকৃতির কোকেন পাওয়া যায়।
উদ্ধারকৃত কোকেনের ওজন ৮ দশমিক ৬৬ কেজি বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিশ্চিত করেন, আটক যাত্রীকে জিজ্ঞাসাবাদে নেয়া হয়েছে এবং চোরাচালান প্রতিরোধে ফৌজদারি ও কাস্টমস আইনে মামলা প্রক্রিয়াধীন।