Ridge Bangla

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবেন বাংলাদেশের নাজমুল রনি

আগামী ১৩ থেকে ২১ সেপ্টেম্বর জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হবে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। টোকিওতে অনুষ্ঠিত এই আসরে বিশ্বের ক্ষিপ্রগতির অ্যাথলেটরা জড়ো হবেন। বিশ্বের এত বড় মঞ্চে বাংলাদেশের একজন অ্যাথলেট অংশগ্রহণ করবেন। এ প্রতিযোগিতায় হার্ডলার নাজমুল হোসেন রনিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। সেনাবাহিনীর সদস্য রনি ৪০০ মিটার হার্ডলসে লড়বেন। এত বড় আসরে এবারই প্রথম খেলার সুযোগ পেয়েছেন তিনি।

গত ফেব্রুয়ারিতে জাতীয় চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার হার্ডলসে ৫০.৮৪ টাইমিং করে ৩১ বছর আগের জাতীয় রেকর্ড ভাঙেন রনি। সদ্য সমাপ্ত জাতীয় সামার অ্যাথলেটিক্সেও এই ইভেন্টে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন তিনি। তাই জাপানের প্রতিযোগিতার জন্য দেশের দ্রুততম মানব লন্ডন প্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমানের বদলে রনিকেই বেছে নিয়েছে ফেডারেশন। এদিকে সামার অ্যাথলেটিক্সের ২০০ মিটার স্প্রিন্টে দৌঁড়াতে গিয়ে ট্র্যাকে পড়ে গিয়েছিলেন ইমরানুর রহমান। তবে তিনি এখন সুস্থ আছেন।

মাত্র চার বছরের অ্যাথলেটিক ক্যারিয়ারে রনি পৌঁছে গেছেন বিশ্ব মঞ্চে। অ্যাথলেটিকস ফেডারেশন পরশু রাতে তার নাম চূড়ান্ত করে। নিজের নাম চূড়ান্ত হওয়ার পর সেই রাতে ঘুমাতে পারেননি ২৬ বছরের এই অ্যাথলেট।

রনি বলেন, “ঘুম হওয়াটা কঠিন হয়ে গিয়েছিল। কারণ এশিয়ান গেমস, অলিম্পিক গেমসে খেলার সবারই একটা স্বপ্ন থাকে। বিশ্ব অ্যাথলেটিকস তো অনেক বড় একটা মঞ্চ। আমি সেখানে যাওয়ার জন্য মনোনীত হয়েছি শুনে ভালো লেগেছে। ধন্যবাদ জানাই অ্যাথলেটিকস ফেডারেশনকে এবং আমার সেনাবাহিনীর কোচ, কর্মকর্তাদেরকে।”

তিনি আরও বলেন, “আমি তো ভাবিনি যে ওয়ার্ল্ড অ্যাথলেটিকসে যেতে পারবো। তবে ইদানীং ভালো করছিলাম বলে একটা বিশ্বাস ছিল, যদি ভালো কোথাও যাওয়ার সুযোগ আসে। এটা পেয়ে মনে হচ্ছে আরও বেশি অনুশীলন করি। নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে গেলে দেশও মর্যাদা পাবে।”

১১ ও ১২ সেপ্টেম্বর টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্সের কংগ্রেস অনুষ্ঠিত হবে। সেখানে ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল নাঈম আশফাক (অব.) ডেলিগেট হিসেবে এবং সাধারণ সম্পাদক শাহ আলম ডেলিগেট কাম ম্যানেজার হিসেবে যোগ দেবেন।

উল্লেখ্য, বগুড়ার শিবগঞ্জ থানার নবীপুর গ্রামের রফিকুল ইসলাম-নাসিমা বেগম দম্পতির বড় সন্তান নাজিমুল হোসেন রনি ২০১৭ সালে সেনাবাহিনীতে প্রবেশ করেন। ২০২১ সালে তিনি খেলাধুলা শুরু করেন। সার্ভিসেস দলের হয়ে খেলা শুরু করে আজ তিনি পৌঁছে গেছেন বিশ্ব অ্যাথলেটিক্সের আসরে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন